নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে জনমোহিনী পথে হাঁটছে কংগ্রেস৷ আধার কার্ডের মাধ্যমে গ্রাহকরা ভর্তুকির টাকা সরাসরি পাবেন বলে আজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ এই নিয়মের ফলে এলপিজি, কেরোসিনে ভর্তুকি সমেত কেন্দ্রের বেশ কিছু প্রকল্পের আওতায় আসবেন গরিবরা৷ 
রান্নার গ্যাসে ভর্তুকি ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত থেকে একের পর এক দুর্নীতির অভিযোগে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে ইউপিএ-২ সরকার৷ গোদের ওপর বিষফোঁড়ার মতো বিঁধছে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের সিদ্ধান্তে বিরোধীদের সম্মিলিত প্রতিবাদ৷ এই অবস্থায় লোকসভা ভোটের আগে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে কোমর বেঁধে নামল কংগ্রেস৷ 
জনবিরোধী তকমা ঝেড়ে ফেলে জনমোহিনী হয়ে ওঠার কৌশল নিয়েছে মনমোহন সিংহ সরকার।খাদ্য, জ্বালানি, সারে ভর্তুকির নিয়ম বদলানোর পাশাপাশি নেওয়া হল গরিবদের হাতে সরাসরি ভর্তুকির অর্থ তুলে দেওয়ার সিদ্ধান্ত৷ মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, আগামী বছরের প্রথম দিন থেকেই এই ভর্তুকি আধার কার্ডের মাধ্যমে নগদে পাবেন সাধারণ মানুষ৷ চিদম্বরম জানিয়েছেন, আধার কার্ডের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে টাকা৷ আগামী বছরের প্রথম দিন থেকেই ১৬টি রাজ্যে ৫১টি জেলায় ২৯টি কেন্দ্রীয় প্রকল্পে চালু হচ্ছে এই ব্যবস্থা৷ নতুন এই পরিকল্পনায় সরকারের খরচ হবে ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা৷  
এদিন দিল্লির আকবর রোডে কংগ্রেস অফিসে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ও গ্রামোন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ জানান, খাদ্য, পেট্রোলিয়াম ও সার বাবদ ভর্তুকি সরাসরি মানুষের কাছে পৌঁছে দিয়ে সরকারের ভর্তুকির বোঝা অনেকটাই কমানো যাবে৷ এভাবে সরকারের আর্থিক ঘাটতি কমানো সম্ভব বলে দাবি কেন্দ্রের৷

http://abpananda.newsbullet.in/national/60-more/30682-2012-11-27-16-07-04