Calcutta, July 7: The Mamata Banerjee government has kickstarted a process to hold talks with Maoists without mentioning conditions but acknowledged the responsibilities of governance by adding that central forces will remain until Jungle Mahal is cleansed of arms. The initiative also sought to address a fundamental issue often overlooked by the security and political establishments: the chief minister gave an assurance that the villagers will retain the right to forest resources so that the sources of their livelihood are not disrupted. Six human rights activists have been picked by the chief minister to hold talks with the Maoists, though an official statement did not directly refer to the rebels. The team, led by Sujato Bhadra and Debashish Bhattacharya, will have Kalyan Rudra, Ashokendu Sengupta, Chhoton Das and Prasun Bhowmik as the other members. "These people have been authorised to talk with the Maoists. It is important to restore peace in the area. The government is committed to implementing its development package for the people of Jungle Mahal," Mamata said. At the same time, she made it clear that the central forces would be withdrawn from Jungle Mahal only after all arms were surrendered and peace restored in the area. She suggested that this would include weapons held by CPM cadres. "After Jungle Mahal is made free of arms and peace is restored, the central forces will be withdrawn…. All sides should surrender their arms," Mamata said. However, the government has not set any deadline for the surrender of arms. "As early as possible," Mamata said, asked about the deadline. A Maoist leader later said the rebels would have to "very carefully" weigh the talks offer. "We will have to discuss the matter in our central committee and then come up with our own set of proposals for the talks," the leader said. "After all, we have consolidated our position in some parts of the state and we may not want to give up our movement." The statement released by the government did not refer to any conditions. The erstwhile Left government, like the UPA at the Centre, had insisted that the Maoists must shun violence before any talks could begin. Last year, Delhi had set the condition of a violence-free 72 hours from both sides to lay the ground for talks. Sources in the Union home ministry today clarified that such an offer no longer stood but pointed out that minister P. Chidambaram had yesterday said the state government should be allowed to take its own decisions. The Bengal statement circulated at the end of a meeting that stretched beyond three hours was signed by the state home secretary and the human rights activists. The meeting, presided over by Mamata, was attended by state higher and school education minister Bratya Basu, chief secretary Samar Ghosh, home secretary G.D. Gautama, DGP Naparajit Mukherjee and additional commissioner of Calcutta police Sivaji Ghosh, besides the six activists. The statement read: "The government has always been ready for talks for the sake of a peaceful solution to Jungle Mahal's problems. The government is now requesting (the team of activists) to take an initiative…." The talks with the Maoists are among some of the most complex issues the new government will have to address. Mamata has already taken up the return of the Singur land, the financial mess, the Darjeeling problem and the need for industry. Today's road map for the talks also suggests Mamata has taken into account the compulsions that accompany governance. While in Opposition, Mamata had expressed reservations about the presence of the central forces but has steered clear of the issue after coming to power. Today, she articulated the government's stand, broad-basing it to cover not just Jungle Mahal but the entire state. "In Jungle Mahal and the rest of the state, all sides will have to lay down their arms. The government will take all legal steps to recover arms. Those who are willing to surrender their arms will be rehabilitated and a special economic package will be offered to them. The government will not take a vindictive stand," according to the statement. Five of the 35 companies of central forces in Jungle Mahal were withdrawn today. But it was done at the behest of Delhi to divert the personnel to Andhra Pradesh in view of the Telangana agitation. A committee set up for releasing political prisoners has been asked to expedite the process as many people in Jungle Mahal have also been put behind bars. As a goodwill gesture, the government has decided to identify and release 46 political prisoners. The chief minister will visit Jungle Mahal soon, along with the civil society members empowered to hold talks with the Maoists. "The previous government did not listen to us. The new government is working in the right direction. If everybody co-operates, it will be possible to bring peace and development to the area," Bhadra said. http://www.telegraphindia.com/1110708/jsp/frontpage/story_14212254.jsp \ মাওবাদীদের বার্তা মুখ্যমন্ত্রীর | জঙ্গলমহল অস্ত্রমুক্ত হলে সরবে বাহিনী | নিজস্ব সংবাদদাতা • কলকাতা | ক্ষমতায় আসার দেড় মাসের মাথায় নাম না-করে মাওবাদীদের উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক মাস ধরে জঙ্গলমহলে তেমন কোনও মাওবাদী হামলা হয়নি। ফলে অনেকটাই স্বাভাবিক হয়েছে সেখানকার জনজীবন। কিন্তু খুব সম্প্রতি গোয়েন্দা সূত্রে রাজ্যের কাছে খবর এসেছে, মাওবাদীরা আবার নতুন করে সংগঠিত হচ্ছে। এই অবস্থায় খানিকটা 'উদ্বিগ্ন' মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার জঙ্গলমহলের জন্য বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তাঁর আহ্বান, "বন্দুক নয়, রক্তপাত বন্ধ করতে হবে। আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনুন। নতুন করে উন্নয়নের কাজ করুন।" বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রচারে মমতা একাধিক বার জানিয়েছিলেন, ক্ষমতায় এলে তাঁরা জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহার করে নেবেন। এ দিন মুখ্যমন্ত্রীর বক্তব্য অবশ্য তার থেকে অনেকটাই ভিন্ন ছিল। তিনি বলেন, "জঙ্গলমহল অস্ত্র-মুক্ত হলে এবং সেখানে শান্তি ফিরে এলে তবেই যৌথ বাহিনী প্রত্যাহার করা হবে।" একই সঙ্গে তাঁর বক্তব্য, "জঙ্গলমহল তথা গোটা পশ্চিমবঙ্গে সব পক্ষকেই অস্ত্র সংবরণ করতে হবে।" জঙ্গলমহলে উন্নয়ন ও শান্তির বার্তা দিতে তিনি খুব শীঘ্র সেখানে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে থাকবেন 'নাগরিক সমাজ'-এর প্রতিনিধিরা। কিন্তু মাওবাদীদের সঙ্গে রাজ্য কি আলোচনায় বসতে আগ্রহী? সরাসরি এই প্রশ্নের জবাব না দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "জঙ্গলমহলের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে রাজ্য সব সময় আলোচনার জন্য আন্তরিক ভাবে আগ্রহী। কোনও রকম প্রতিহিংসামূলক আচরণ করবে না এই সরকার। ভয় ও সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি করতে ও গণতান্ত্রিক ব্যবস্থা স্থাপনে সরকার উদ্যোগী হবে।" পাশাপাশি, সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, 'মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার অতি শীঘ্রই জঙ্গলমহলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের 'বিশেষ প্যাকেজ' নিয়ে যাবে। এ ব্যাপারে আলোচনা ও জঙ্গলমহলে শান্তি স্থাপনের লক্ষ্যে সরকার সুজাত ভদ্র ও দেবাশিস ভট্টাচার্যকে অনুরোধ করেছে। জঙ্গলমহল নিয়ে এ দিন প্রায় চার ঘণ্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব সমর ঘোষ, স্বরাষ্ট্রসচিব জ্ঞানদত্ত গৌতম, রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায়, কলকাতা পুলিশের স্পেশ্যাল কমিশনার শিবাজী ঘোষ, নাগরিক সমাজ এবং বন্দি মুক্তি কমিটির পক্ষে সুজাত ভদ্র, দেবাশিস ভট্টাচার্য, কল্যাণ রুদ্র, অশোকেন্দু সেনগুপ্ত, ছোটন দাস ও প্রসূন ভৌমিক উপস্থিত ছিলেন। দীর্ঘ বৈঠকের পর রাজ্য সরকার এবং নাগরিক সমাজের মধ্যে একটি সাত দফা সিদ্ধান্তপত্র স্বাক্ষরিত হয়। রাজ্যের পক্ষে স্বাক্ষর করেন স্বরাষ্ট্রসচিব। নাগরিক সমাজের পক্ষে ছয় জন স্বাক্ষর করেন। সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মমতা। মুখ্যমন্ত্রী এ দিন বলেন, "জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে আনতে নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। জঙ্গলমহলে বিগত সরকারের সব অত্যাচার, অবিচারের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে। জঙ্গলমহল তথা পশ্চিমবঙ্গে সব পক্ষকে অস্ত্র-সংবরণ করতে হবে। অস্ত্র উদ্ধারে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে। অস্ত্র সমর্পণ করলে সামাজিক পুনর্বাসন-সহ বিশেষ আর্থিক প্যাকেজও দেওয়া হবে। সরকার প্রতিহিংসামূলক আচরণ করবে না।" আত্মসমর্পণকারী মাওবাদীদের জন্য গত বছর ১৫ জুন বিগত বাম সরকারও পুনর্বাসন প্রকল্প চালু করেছিল। তাতে বৃত্তিমূলক প্রশিক্ষণ, প্রশিক্ষণের সময় মাসিক ২০০০ টাকা করে স্টাইপেন্ড, এককালীন দেড় লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়। মাওবাদীরা অস্ত্র সমর্পণ করলে 'ইনসেনটিভ' দেওয়ার কথাও বলা হয়। কিন্তু তার পর থেকে এক বছরে হাতে গোনা কয়েক জন মাওবাদী ছাড়া কেউ সেই ডাকে সাড়া দেয়নি।
| শান্তি ফেরাতে | | • জঙ্গলমহল অস্ত্রমুক্ত হলে যৌথ বাহিনী প্রত্যাহার • অস্ত্র সমর্পণ করলে আর্থিক প্যাকেজ • সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আলোচনার রাস্তা খোলা • বন্দি মুক্তির কাজে গতি আনতে ব্যবস্থা • জঙ্গলমহলে অত্যাচার, অবিচারের তদন্ত • ওই এলাকায় উন্নয়ন ও কর্মসংস্থান • উন্নয়নের কাজে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা • অরণ্যবাসীদের জঙ্গলের অধিকার দিতে ব্যবস্থা | | • গোটা রাজ্যে সব পক্ষকে অস্ত্র সংবরণের আহ্বান • বেআইনি অস্ত্র উদ্ধারে আইনানুগ ব্যবস্থা | |
|
| গত বছর জুনেই পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের জন্য একটি 'বিশেষ প্রকল্প' ঘোষণা করেছিল বাম সরকার। তাতে বলা হয়েছিল, ২০০৯-'১০ সালের মধ্যে ধৃত প্রায় ৫০০ পুরুষ-মহিলার মধ্যে যাঁদের বিরুদ্ধে ছোটখাটো অভিযোগে মামলা (মাইনর কেস) হচ্ছে, তাঁদের কয়েকটি শর্তে জামিনে মুক্তির ব্যবস্থা করবে সরকার। বলা হয়েছিল, বার্ষিক ২৪ হাজার টাকার নীচে উপার্জনকারী সমস্ত তফসিলি উপজাতি পরিবারকে ২ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের প্রত্যেককে সাইকেল দেওয়া হবে। প্রাথমিকে শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। এই কাজে স্থানীয় আদিবাসীরা অগ্রাধিকার পাবেন। ঝাড়গ্রাম ও মেদিনীপুরে ছেলে ও মেয়েদের জন্য দু'টি কেন্দ্রীয় হস্টেল তৈরি করা হবে। এ ছাড়া কম্পিউটার প্রশিক্ষণ ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে। প্রতি ব্লকে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ প্রকল্প হবে। সেচের জন্য ৫০টি মিনি ডিপ টিউবওয়েল বসানো হবে। আয় বাড়াতে বন্যসামগ্রী বিক্রিতে ভর্তুকি দেওয়া হবে। মমতা বলেন, "জঙ্গলের অধিকার অরণ্যবাসীদের কাছেই থাকা উচিত। মানুষের জীবন, নিরাপত্তা বজায় রাখতে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে। উন্নয়নের কাজে যাঁরা ভয় দেখাচ্ছেন, তাঁদের সেই কাজ থেকে বিরত থাকতে বলা হচ্ছে।" তিনি বলেন, "গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে উন্নয়নের কাজে সকলকে অংশ গ্রহণ করতে হবে। আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবেশ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য-সহ সব রকম উন্নয়ন, কর্ম-সংস্থানের ব্যবস্থা করবে সরকার।" মুখ্যমন্ত্রীর পাশে বসে সুজাত ভদ্র বলেন, "আগের সরকার আমাদের বক্তব্যকে মর্যাদা দেয়নি। এই সরকার সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে যে ভাবে সমস্যার সমাধান করতে চাইছে সে জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি আলোচনার মাধ্যমে মীমাংসা হবে। বন্ধ হবে রক্তপাত।'' http://www.anandabazar.in/8raj1.html | -
Washington Bangla Radio - 3 days ago Sources indicate that top Police officers in Bengal fear that if they initiate ... The domination of Maoists in the Jungle Mahal area had diminished. ... |
-
Calcutta Telegraph - 6 days ago "The government can't suppress the movement in Jungle Mahal by arresting me," he said. A PCPA leader in West Midnapore said: "Manoj was arrested because he ... | Calcutta Telegraph |
-
India Today - Soudhriti Bhabani - 16 Jun 2011 West Bengal has had its fair share of political mud-slinging, thanks to the ...for the spurt in Maoist activities in the tribal belt of Jungle Mahal. ... | India Today |
-
The Hindu - Raktima Bose - 18 Jun 2011 ... the three south-western districts of West Bengal, commonly known as Jangal Mahal, ...richest gifts of Himalayan peaks, seas, jungle and the Sundarbans. ... |
-
Outlook - 3 days ago PTI | Kolkata | Jul 04, 2011 Taking up West Bengal Chief Minister Mamata Banerjee's ...they said that joint security forces be withdrawn from Jungle Mahal. ... |
-
Calcutta Telegraph - 1 day ago ... agencies have reported that Maoists are regrouping in Jungle Mahal. ... Till now WestMidnapore was the only Bengal district on the list of 60 that are ... |
-
All India Radio - 21 Jun 2011 West Bengal Chief Minister Mamta Banerji said that she is not opposed to the Land ... development of the Jungle-mahal area infested by the Maoist violence. ... | All India Radio |
Keep up to date with these results: - Create an email alert for jungle mahal west bengal
-
-
-
-
Economic Times - 3 days ago
Informed sources also said that wife of Lalgarh-based Maoist leader Sasadhar Mahato, Suchitra, is helping Venugopal to spread the organisation in ... |
-
Newstrack India - 1 Jul 2011 Lalgarh, July 1 (ANI): Maoists' threat looms large in rebel-infested West Bengal's Lalgarharea as extremists today observed martyrs day in the honour of ... |
-
-
Times of India - 26 Jun 2011 The road to Netai - a kutcha road and the only one from Lalgarh SI chowk towards the ...Mitra had gone to Lalgarh on June 20 to inspect the venue for the ... |
-
IBNLive.com - 26 Jun 2011
Both the teams comprised local players of Lalgarh, who were divided into two teams. Former football great Chunni Goswami was also present on the occasion. |
-
Hindustan Times - 5 days ago
On January 7, in Netai village about 3.5 km from Lalgarh, the Maoist hotspot in West Bengal, CPI(M) armed cadres – popularly known as harmads – opened fire ... |
-
Times of India - 20 Jun 2011 LALGARH: "Sir, how will we play football with people from Kolkata? We have no shoes," asked Dashrath Singh when state sports minister visited Jungalmahal on ... |
-
Times of India - 2 days ago
... in bigger numbers to Jhargram and Lalgarh in West Midnapore were discussed in the meeting," said a senior official who attended the day-long meeting. ... |
Showing results for Lalgarh. Search instead for the original terms: Lalgargh. http://sanhati.com/front-page/1083/
Operation Lalgarh From Wikipedia, the free encyclopedia Operation Lalgarh was an armed operation in India against the Maoists who have been active in organising a tribal movement alongside a group called the People's Committee Against Police Atrocities (PCAPA). The operation is organised by the police and security forces inLalgarh, Paschim Medinipur, West Bengal to restore law and order in the area and flush out the Maoists.[1][2] The area of operation is said to be expanded to 18 police stations in the three Maoist affected districts of Paschim Medinipur, Bankura and Purulia.[3] [edit]Background The road to Largarh from Medinipur and Jhargram had been blocked at several places with large felled trees. [4] The incident has its root in an incident on November 2, 2008. On the way back from laying the foundation stone of Jindal steel plant at Shalboni, the convoy of the chief minister of West BengalBuddhadeb Bhattacharya and then central ministers Ram Vilas Paswan and Jitin Prasada came under a landmine attack by the Maoists.[5] Though the ministers were unharmed, it hit a police jeep in the convoy and six policemen were grievously injured. The CPI(Maoist) in a press rel |
No comments:
Post a Comment