Sing national anthem as you like.!Taslima criticised Bangladesh for its failure to uphold Bangla nationalism and alleged it is being raped.
Taslima Nasrin in her latest status expressed her pride as Bangladeshi and its Matribhasha Nationalism.But she condemns the storm about Bengali Singer remixing national anthem and her countrymen who protesting aloud.For her,you may sing national anthem as you like.
But she criticised Bangladesh for its failure to uphold Bangla nationalism and alleged it is being raped.
·
জাত্যাভিমান! বাঙালির বাঙালিত্ব কতটুকু অবশিষ্ট আছে বাংলাদেশে! আরবীয় সংস্কৃতিকে দিয়ে বাংলা সংস্কৃতিকে কি যথেচ্ছ ধর্ষণ করানো হয়নি! জাতীয় সঙ্গীতটা কেউ আগা থেকে গাইল নাকি গোড়া থেকে গাইল, তা বিরাট এক ব্যাপার বটে! কেউ মাঝখান থেকে গাইলে নাকি জনতার জাত্যানুভূতিতে আঘাত লাগে! জাতের নামে বজ্জাতি আর কাকে বলে ! যাদের সভ্যতা সংস্কৃতি, শিক্ষা সচেতনতা বলতে প্রায় কিছুই নেই, যারা দারিদ্র, দুর্নীতি, অন্ধতা, হিংসা, ঘৃনা, লোভ, সন্ত্রাস ইত্যাদি থেকে নিজেদের মুক্ত করতে পারে না, তাদের আর কিছু না থাকুক, একটা জাতীয় সীমানা আছে, একটা জাতীয় সঙ্গীত আছে, আর একটা জাতীয় পতাকা আছে মাইরি. ব্যর্থ সরকাররা ওগুলোই জনতার হাতে ধরিয়ে দিয়ে নিজেদের ব্যর্থতাকে লুকোয়. আর নির্বোধ জনতা ওগুলোই আঁকড়ে ধরে বড় সন্তুষ্ট, তৃপ্ত এবং গর্বিত.
No comments:
Post a Comment