নয়াদিল্লি: উতপাদন ব্যয়ের কম দামে রান্নার গ্যাস ও পেট্রল-ডিজেল বেচতে গিয়ে রেকর্ড পরিমাণ ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা লোকসান হচ্ছে, এই যুক্তি দেখিয়ে এবার ডিজেলের দাম এক ধাক্কায় লিটারে ৩ থেকে সাড়া চার টাকা বা প্রতি মাসে ১টাকা করে টানা ১০ মাস ধরে বাড়ানোর সুপারিশ করেছে পেট্রোলিয়াম মন্ত্রক৷ এর পাশাপাশি ভর্তুকিতে দেওয়া সিলিন্ডারের সংখ্যা বছরে ৬ থেকে বাড়িয়ে ৯টি করার সুপারিশ করলেও সেখানেও দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দুটি কিস্তিতে ১০০ টাকা বাড়ানোর কথা বলা হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রক যাবতীয় প্রস্তাব সম্বলিত একটি নোট বিবেচনার জন্য ক্যাবিনেটের কাছে পেশ করেছে। অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে, ভর্তুকিতে দেওয়া সিলিন্ডারের সংখ্যা বাড়াতে হলে যে অতিরিক্ত আর্থিক বোঝা চাপবে, তা মেটানোর জন্য এপ্রিল থেকেই ত্রৈমাসিক ভিত্তিতে ৫০ টাকা করে দাম বাড়ানোর পক্ষপাতী পেট্রোলিয়াম মন্ত্রক। মন্ত্রকের হিসাব, ভর্তুকিতে গ্যাসের সিলিন্ডার সংখ্যা বাড়ানো হলে বছরে সঞ্চয়ের পরিমাণ ২৫০০ কোটি টাকা কমবে।সূত্রের খবর, মন্ত্রক কেরোসিনের দামও ২০১৫-র এপ্রিল পর্যন্ত মাসে লিটারে ৩৫ পয়সা বা ত্রৈমাসিক ভিত্তিতে লিটারে ১ টাকা বাড়ানোর সুপারিশ করেছে।

http://abpananda.newsbullet.in/national/60-more/32314-2013-01-09-15-59-28