From: Ashraf Shishir (আশরাফ শিশির) <ashrafshishir@gmail.com>
Date: 2011/1/8
Subject: Re:
gorom gorom lekha!
হ্যাঁ , আমি চাই...(সুবীর দে)
আমি মানুষ হতে চাই।
আমি মানুষ হয়ে আরেক মানুষের
হাতে হাত রাখতে চাই।
আমি ডাক্তার হতে চাই।
আমি ডাক্তার হয়ে বিধবা মায়ের –
অসুস্থ শিশুর শিয়রে থাকতে চাই।
আমি ভালবাসতে চাই।
ভালবেসে আমি গ্রাম হতে গ্রামে-
অসহায়দের বুকে চাই।
প্রশাসন যেথা দূর অস্ত,
মানুষ যেথা অনাহারে রোজ মরে,
আমি পৌঁছে যেতে চাই-
আদিবাসীদের সেই ছাদ-ছাড়া খোলা ঘরে।
সহজ সরল নিষ্পাপ সেই –
আদিবাসীদের দুঃখ ভোলাতে চাই ।।
বিদ্যুত কি জানেনা তারা।
উন্নয়ন কি বোঝেনা যারা,
আমি তাদের দুয়ারে সামান্যতম –
জ্ঞানের আলোক জ্বেলে দিতে চাই।
শীত গ্রীষ্ম বর্ষা - বন্যা খরা তুফানে,
কখনো পায়ে হেঁটে কখনো সাইকেলে-
কেবলি প্রাণের টানে ...।
মরার জন্য বেঁচে থাকে যারা-
আমি কেবলি তাদের কাছে থাকতে চাই।
আমি গরীব অবলা অসহায় সেই মানুষের –
বন্ধু হতে চাই।
হ্যাঁ । আমি বিনায়ক সেন হতে চাই।
আমি রাষ্ট্রোদ্রোহী হতে চাই...
No comments:
Post a Comment