কপ্টার বিতর্কে নাম উঠল প্রণব মুখার্জির!Pranab named in Helicopter Scam!
Fri, 15 Feb, 2013 08:00:44 PM নতুন বার্তা ডেস্ক নয়া দিল্লি: ভিভিআইপিদের জন্য হেলিকপ্টার কেনায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ঘিরে দুর্নীতি বিতর্কে এবার নাম উঠলো দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জির৷ কারণ তিনি তখন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সেই কপ্টার কেনার প্রস্তাব অনুমোদন করেছিলেন৷ ইটালির প্রতিরক্ষা নির্মাণ কোম্পানি ফিনমেকানিকার কাছ থেকে ভিভিআইপিদের জন্য হেলিকপ্টার কেনা ঘিরে ভারত জুড়ে এখন মহা তোলপাড়৷ এর কেনাবেচার দুর্নীতি বিতর্কে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাম ওঠায় কংগ্রেস-নেতৃত্বাধীন জোট সরকার পড়েছে নতুন বিড়ম্বনায়৷ তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রণব মুখোপাধ্যায় ইতালির আগুস্তা ওয়েস্টল্যান্ড কপ্টার কেনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করেছিলেন৷ টেন্ডার পাস করে প্রতিরক্ষা মন্ত্রণালয় – এমনটাই বলা হয়েছে সরকারি তথ্যনথিতে৷ এই কেনা পাকা করতে ভারতীয় এজেন্টদের ৩৭০ কোটি টাকা ঘুষ দেয়া হয়েছিল, এই অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই৷ এটা এখন দেখার যে, সিবিআই তদন্তের স্বার্থে রাষ্ট্রপতিকে জিজ্ঞাসাবাদ করে কিনা৷ যদিও তার সম্ভাবনা কম এই কারণে, যে দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান হিসেবে রাষ্ট্রপতির আছে বিশেষ রক্ষাকবচ৷ কপ্টার দুর্নীতি নিয়ে শুরু হয়েছে সরকার ও বিরোধীপক্ষের দোষারোপ ও পাল্টা দোষারোপ পালা৷ সরকারের তথ্যনথিতে বলা হয়েছে, ২০০৩ সালে বিজেপি-জোট সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বকালেই কপ্টারের কারিগরি গুণমান চূড়ান্ত করা হয় এবং প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্রের নির্দেশমত পূর্বের স্পেসিফিকেশনে পরিবর্তন করা হয়৷ প্রতিরক্ষা সওদা নিয়ে দুর্নীতির অভিযোগ এই প্রথম নয়৷ ১৯৪৮-এ প্রতিরক্ষামন্ত্রী কৃষ্ণ মেননের আমলে ঘটেছিল জিপ কেলেঙ্কারি৷ তার তদন্ত রিপোর্ট দেয়া হলেও তা প্রকাশ করা হয়নি৷ ১৯৮৭ সালে বোফর্স কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নাম৷ যৌথ সংসদীয় কমিটি রিপোর্ট দেয়৷ সিবিআই তদন্ত চলে দীর্ঘদিন৷ পরে মামলা খারিজ হয়ে যায় দিল্লি হাইকোর্টে৷ আটের দশকে জার্মানির এইচডিডাবল্যু সাবমেরিন বেচাকেনায় দুর্নীতির তদন্ত মাঝপথে ধামাচাপা পড়ে যায় ২০০২ সালে৷ ওই বছরেই কার্গিল যুদ্ধের শহিদদের মরদেহ বহনের জন্য কেনা কফিন কেলেঙ্কারিতে উঠে আসে বাজপেয়ী সরকারের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেজের নাম৷ প্রতিরক্ষা সওদা কেলেঙ্কারির সব তদন্ত শেষ অবধি লোকচক্ষুর আড়ালেই থেকে গেছে৷ http://www.natunbarta.com/international/2013/02/15/11647/6ecfe7caf0adb0040c5c2b512a01abc1
timesofindia.indiatimes.com/.../VVIP-helicopter-scam.../18483332.c... ৭ দিন আগে – Air Chief Marshal S P Tyagi, whose name has surfaced in VVIP helicopter scam, admitted having met one of the alleged middlemen but ...
timesofindia.indiatimes.com/.../VVIP-helicopter-scam.../185... | | ৪ দিন আগে – READ MORE VVIP helicopter scam|CBI|AgustaWestland|Ministry of Defence|Finmeccanica ... Pranabconcerned over frequent... Ponty Chadha ...
|
৫ দিন আগে – Under pressure from the Opposition over the VIP chopper scam, the UPA government reiterated that the specifications for the aircraft deal were ...
in.news.yahoo.com/the-great-indian-vvip-helicopter-scam-07241275... ৭ দিন আগে – 'The great Indian VVIP helicopter scam' on Yahoo! ... ministry ordered a CBI probe into the $748 million deal for 12 VVIP AugustaWestland helicopters following... Pranab Mukherjee named in UPA's factsheet on Chopper deal ...
২ দিন আগে – Chopper scam: Long-drawn legal battle ahead ... In this file photo an AW101 VVIP Helicopter model is on display at a Finmeccanica stall ...
www.dailyindianews.com/.../helicopter-scam-jaswant-agrees-change-i... ৫ দিন আগে – Helicopter scam: Jaswant agrees change in specifications made during NDA rule · Pranab, Tyagi at helm when VVIP chopper specifications ...
www.dailyindianews.com/.../congress-hand-seen-in-vvip-copter-sca... ৫ দিন আগে – Helicopter scam: Jaswant agrees change in specifications made during ...Pranab, Tyagi at helm when VVIP chopper specifications tweaked: ...
zeenews.india.com/.../upa-govt-should-probe-helicopter-scam-in-tota... ৪ দিন আগে – Stating that the recent VVIP helicopter scam was reminiscent of the Bofors scam of ... The recent helicopter scam reminds me of the Bofors scandal. ...Govt report names Pranab Mukherjee · Asteroid 2012 DA14 makes closest ...
www.firstpost.com/tag/vvip-helicopter-scam ৪ দিন আগে – Firstpost: Find Latest VVIP helicopter scam News, VVIP helicopter scam Breaking News, Blogs ... UPA fact sheet pulls Pranab into chopper deal ...
www.news24online.com/pm-on-chopper-scam-we-have-nothing-to-... ২ দিন আগে – The helicopter scandal is likely to cause disruptions in Parliament. ... CEO Giuseppe Orsi NDA UPA Pranab Mukherjee VVIP helicopter scam ...
53,000টি ফলাফলের 2 নম্বর পৃষ্ঠা (0.22 সেকেন্ড) অনুসন্ধানের ফলাফল৫ দিন আগে – ... the uproar over alleged scam in the deal to procure 12 VVIP helicopters, ... Tyagi was IAF chief and Pranab Mukherjee the Defence Minister.
post.jagran.com/search/pranab-mukherjee-in-tatra-truck-scam pranab mukherjee in tatra truck scam Find the complete information on pranab ... to probe the alleged kickbacks in the Rs 3,600 crore VVIP helicopter deal.
৫ দিন আগে – They say that India signed up for 12 VVIP helicopters after retired Air Chief Marshall SP ... At this time, Pranab Mukherjee was Defence Minister.
৬ দিন আগে – ... to explain if it paid bribes to land a Rs 4000-crore deal for 12 VVIP helicopters. ... The alleged scam rests on the premise that without those revisions to the ... By then, Dr Manmohan Singh was Prime Minister and Pranab ...
www.indiaeveryday.in/.../news-vvip-helicopter-scam-sluggish-cbi-let... ৪ দিন আগে – VVIP helicopter scam: Sluggish CBI letting suspects destroy evidence ...Moneycontrol.com President Pranab Mukherjee on Friday exuded ...
m.timesofindia.com/india/Helicopter-scam...BJP.../18484646.cms ৭ দিন আগে – ... of Investigation into the $750 million deal for 12 VVIP AgustaWestlandhelicopters. ... Helicopter scam: Congress fears BJP may disrupt budget session ...President Pranab Mukherjee rejects mercy pleas of four Veerappan ...
m.timesofindia.com/india/VVIP-chopper-scam.../18523777.cms ৪ দিন আগে – VVIP chopper scam ebbs mood in Congress camp ... on Friday moved to cancel the contract for 12 VVIP helicopters costing Rs 3,546 crore ... claim that the deal was concluded during President Pranab Mukherjee's tenure as ...
timesofindia.indiatimes.com/specialcoverage/18515857.cms ৫ দিন আগে – Find the latest headlines and stories for VVIP chopper scam. ...Helicopter scam: Jaswant agrees change in specifications made during NDA rule ...Pranab, Tyagi at helm when VVIP chopper specifications tweaked: Defence ...
says.com/in/.../chopper-deal-govt-hold-back-payments-to-finmeccani... ৬ দিন আগে – The Rs 3546-crore deal for 12 AgustaWestland AW-101 helicopters is going to ... VVIP Chopper Scam: India Moves To Cancel AgustaWestland Deal ...AgustaWestland chopper deal: UPA factsheet draws Pranab into the row ...
www.thestatesman.net/index.php?option=com_content...id... ৩ দিন আগে – President Pranab Mukherjee has rejected four other mercy petitions in a row ... But now, the VVIP helicopter scam is jeopardising all makeover ...newsnetworkofindia.com/tag/vvip-helicopter-scam/ ৪ দিন আগে – Budget 2012 Live: Pranab Mukherjee begins speech - ... New Delhi: Under pressure from Opposition on the VVIP helicopter scam, Government ...
৫ দিন আগে – By then, Dr Manmohan Singh was Prime Minister and Pranab Mukherjee was Defence Minister. ... (VVIP chopper scam: how the deal was signed) ... the height at which the helicopters were required to fly was lowered from ...
২ দিন আগে – The helicopter scandal is likely to cause disruptions in Parliament. "We want that the chopper scam should be properly investigated. ... was formally tweaked in 2006 when President Pranab Mukherjee was Defence Minister, ...
post.jagran.com/search/probe-into-chopper-scam CAG auditing AgustaWestland helicopter deal, report soon: Vinod Rai ... Tags :Chopper scam, Pranab Mukherjee, Italian chopper scam ... Tags :Italian chopper dealscam, VVIP chopper deal, AK Antony, CBI to begin probe, Finmeccanica, ...
post.jagran.com/search/coal-scam Arriving here within days of exposure of the Rs 3,600-crore VVIP helicopters scaminvolving ... Tags :Chopper scam, Pranab Mukherjee, Italian chopper scam ...
www.financialexpress.com/news/anatomy-of...helicopter-deal/.../4 ৬ দিন আগে – ... Finance Ministry, then headed by Pranab Mukherjee, who is now the President. "Action has been taken in Italy on the VVIP helicopter scam.
৪ দিন আগে – close. AgustaWestland helicopter. RELATEDS. Retain President's dignity, don't drag Pranab's name in VIP chopper scam: Khurshid blasts BJP ...
aboutvictoriaazarenka.blogspot.com/.../vvip-helicopter-deal-scam-tue... ৭ দিন আগে – VVIP Helicopter Deal Scam -Tuesday Feb 12,2013. Defence Minister ....President Pranab Mukherjee Rejects Mercy Pleas of ... Windies make ...
expressleak.com/pranab-tyagi-at-helm-when-vvip.../811.html ৫ দিন আগে – Pranab Mukherjee was the defence minister and Air Chief Marshal (retd)... in the technical parameters for acquisition of the12 VVIP helicopters ...
timesofindia.indiatimes.com/.../VVIP-helicopter.../1849086... | | ৬ দিন আগে – VVIP helicopter deal: Ex-NSA Brajesh Mishra raised single-vendor query ... almost a decade ago which has now led to the present VVIP helicopter scam? .... You erred on Afzal Guru, academics write to PranabMukherjee ... |
তথ্য দিল না ইতালি কপ্টার নিয়ে সিএজি রিপোর্ট শীঘ্রই, আরও চাপে কেন্দ্রনিজস্ব প্রতিবেদন ১৭ ফেব্রুয়ারি ২০১৩৩৬০০ কোটি টাকার কপ্টার কেনার বিষয়টি খতিয়ে দেখছে সিএজি। ছবি- নিজস্ব চিত্র। একা রামে রক্ষা নেই, বিনোদ রাই দোসর! ইতালীয় সংস্থা ফিনমেকানিকার কাছ থেকে কপ্টার কেনায় ঘুষের অভিযোগ নিয়ে এমনিতেই চাপে ইউপিএ সরকার। আজ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) বিনোদ রাই জানিয়েছেন, ভিআইপিদের জন্য প্রায় ৩৬০০ কোটি টাকার কপ্টার কেনার বিষয়টি খতিয়ে দেখছে সিএজি। খুব দ্রুত সেই রিপোর্ট প্রকাশিত হবে। আগে টুজি স্পেকট্রাম, কমনওয়েলথ গেমস, কয়লাখনি বণ্টনের মতো বিষয়ে তাঁর রিপোর্ট ইউপিএ সরকারকে বিপাকে ফেলেছিল। ভারতে কপ্টার বিক্রির সময়ে ঘুষ দেওয়ার অভিযোগে ফিনমেকানিকার প্রাক্তন প্রধান জিউসেপ্পে ওরসির গ্রেফতারির পরেই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। কপ্টার-চুক্তি নিয়ে গত কাল ইতালির কাছে তথ্য চেয়েছিল ভারত। কিন্তু আজ একটি ইতালীয় আদালত জানিয়েছে, এখন এই মামলার তদন্ত প্রাথমিক পর্যায়ে। তাই ভারতের অনুরোধ মানা সম্ভব নয়। বিষয়টি নিয়ে গোপনীয়তা রক্ষার পালা চুকে গেলে ভারত ফের অনুরোধ করতে পারে। তখন সেই অনুরোধ বিবেচনা করে দেখা যাবে। আজ ইতালিতে ম্যাজিস্ট্রেটের সামনে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন ফিনমেকানিকা প্রধান জিউসেপ্পে ওরসি। প্রাক্তন ভারতীয় বায়ুসেনা প্রধান এস পি ত্যাগী ও তাঁর তিন আত্মীয় এই কাণ্ডে জড়িত বলে অভিযোগ। ওরসি জানিয়েছেন, তিনি ত্যাগীকে চেনেন না। কপ্টার-চুক্তি নিয়ে সিবিআই তদন্তের আদেশ দিয়েছে কেন্দ্র। কিন্তু সিবিআই এখনও এফআইআর করতে পারেনি। সিবিআই কর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রক কেবল একটি চিঠি দিয়ে তদন্ত চেয়েছে। তার সঙ্গে ভারত ও ইতালির কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট জুড়ে দেওয়া হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে এফআইআর করা সম্ভব নয়। আরও তথ্য সংগ্রহের উপর তাই জোর দিচ্ছে সিবিআই। গত কাল কপ্টার কেনার প্রক্রিয়াটি সিবিআই কর্তাদের কাছে ব্যাখ্যা করেন প্রতিরক্ষা মন্ত্রক ও বায়ুসেনার অফিসাররা। তাতেও ঘুষ সম্পর্কে প্রশ্নের জবাব মেলেনি। ফলে, তথ্য সংগ্রহের জন্য ইতালি পাঠানো হবে প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্মসচিব অরুণকুমার বালকে। আগামী কালই রোম রওনা হবেন তিনি। অরুণকুমারের সঙ্গে যাচ্ছেন সিবিআইয়ের এক ডিআইজি পদমর্যাদার অফিসার ও এক কৌঁসুলিও। ইতালীয় পুলিশের তদন্তকারী দলটির কাছ থেকে যতদূর সম্ভব তথ্য সংগ্রহ করবেন তাঁরা। ফিনমেকানিকার অধীনস্থ সংস্থা অগুস্তা-ওয়েস্টল্যান্ডের সঙ্গে কপ্টার কেনার চুক্তি করেছিল ভারত। ফিনমেকানিকা ইতালীয় সংস্থা হলেও অগুস্তা ব্রিটেনে নথিভুক্ত। তাদের সম্পর্কে তথ্য পেতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে তিনি নিজেই কথা বলবেন বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। খুরশিদের দাবি, ইউপিএ সরকার যাবতীয় নিয়ম মেনেই কপ্টার কিনেছিল। সে সময়ে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তৎকালীন এসপিজি প্রধান বি ভি ওয়াংচু ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণনও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। ওয়াংচু ও নারায়ণন এখন রাজ্যপাল পদে আসীন। বিদেশমন্ত্রীর কথায়, "সকলকে এর মধ্যে জড়ানো ঠিক নয়। এর চেয়ে কঠোর ভাবে নিয়ম মেনে চলা সম্ভব ছিল বলে আমি মনে করি না।" আনন্দবাজার পত্রিকা তদন্তে সহায়তা দেবে ব্রিটেন20 Feb, 2013ভিভিআইপি হেলিকপ্টার দুর্নীতি তদন্তে ভারতকে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে একথা জানান তিনি। বৈঠকে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিসহ একাধিক দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয় দুই প্রধানমন্ত্রীর মধ্যে। এদিন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও সাক্ষাৎ করেন ক্যামেরন। খবর- টাইমস অব ইন্ডিয়া, জিনিউজ অনলাইনের। বৈঠকে কপ্টার দুর্নীতির বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে উদ্বেগ প্রকাশ করেন। কেলেঙ্কারির তদন্তে সব রকমের তথ্য সহায়তার আশ্বাস দেন ক্যামেরন। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে মনমোহন বলেন, কপ্টার বিতর্কে আমি ডেভিড ক্যামেরনের কাছে উদ্বেগ প্রকাশ করে সব ধরনের সহায়তার দাবি জানিয়েছি। এতে তিনি কপ্টার বিতর্ক তদন্তে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। ক্যামেরন বলেন, আমরা যে কোনো ধরনের তথ্য দিয়ে সহায়তা করতে রাজি আছি। মনে রাখতে হবে, ঘুষ বিষয়ে ব্রিটেনে সবচেয়ে কঠোর আইন বিদ্যমান। বৈঠকে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা বাণিজ্য এবং 'মুম্বাই ব্যাঙ্গালোরে বাণিজ্য করিডর নিয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, এ বাণিজ্য করিডোরে সম্ভাব্যতা সমীক্ষা করতে ক্যামেরনের সঙ্গে বিশেষজ্ঞ দল ভারত সফর করছে। এতে মোট ২ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ সম্ভাবনা রয়েছে। ভারত-ব্রিটেন বাণিজ্য সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে ক্যামেরন বলেন, ভারত ব্রিটেনের অন্যতম বাণিজ্য অংশীদার। কিন্তু আমাদের সামনে এ সম্পর্ক গভীর করার সুযোগ রয়েছে। এ ছাড়া আলোচনায় আফগান ইস্যুও প্রাধান্য পেয়েছে। তবে সবকিছু ছাপিয়ে এতে প্রাধান্য পেয়েছে সম্প্রতি ফাঁস হওয়া কপ্টার দুর্নীতির আলোচিত ঘটনা। ভারতের ভিআইপিদের ব্যবহারে ১২টি হেলিকপ্টার কেনার জন্য আলোচনা হয় ২০১০ সালে। যুক্তরাজ্য ও ইতালির যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান অগাস্টা ওয়েস্টল্যান্ডের কাছ থেকে ৫৬ কোটি ইউরোয় হেলিকপ্টারগুলো কিনতে সম্মত হয় ভারত। এগুলো তৈরি করা হচ্ছে ব্রিটেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরে। পরবর্তী সময়ে এ ক্রয় প্রক্রিয়ায় ভারতকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে। এ প্রেক্ষাপটে চুক্তিটি বাতিলের পদক্ষেপ নেওয়া হয়। এটি বাতিল হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ব্রিটেন। এমন পরিস্থিতিতে তিনদিনের সফরে গত সোমবার ভারত পেঁৗছান ব্রিটিশ প্রধানমন্ত্রী। আগামীকাল অমৃতসরে যাবেন তিনি। সেখানে জালিয়ানওয়ালাবাগে যেতে পারেন ক্যামেরন। যেতে পারেন স্বর্ণমন্দিরেও। ইতিমধ্যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে ক্যামেরনের ক্ষমা চাওয়ার দাবি তুলেছে জালিয়ানওয়ালাবাগ শহীদ পরিবার সমিতি। পদত্যাগ করবেন না অ্যান্টনি : কপ্টার দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনি। তিনি পদত্যাগ করতে পারেন বলে যে খবর ছড়িয়েছে তা উড়িয়ে দিয়ে তিনি সাংবাদিকদের জানান, মন্ত্রী হিসেবেই এখন তিনি তার কাজ করছেন এবং সংসদের আগামী বাজেট অধিবেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, এ ব্যাপারে সরকার একযোগে কাজ করছে। যে দুর্নীতির অভিযোগ উঠেছে সে ঘটনার প্রকৃত সত্য অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব আইনি ব্যবস্থা গ্রহণই সরকারের লক্ষ্য। উৎসঃ সমকাল |
Catch India as it happens with the
Rediff News App. To download it for FREE,
click here
No comments:
Post a Comment